fbpx

ফরিদপুরে পল্লী বিদ্যুতের বেহাল দশা

ফরিদপুরে পল্লী বিদ্যুতের দুরাবস্থা যেন কাটছেই না। প্রচন্ড গরমের মাঝে নিরবিচ্ছিন্ন লোডশেডিং এ বিপর্যস্ত এখানকার জনজীবণ।

গত বছরের চেয়ে এ বছরের অবস্থা যেন আরও করুন।

যদিও বিগত বছরে অযুহাত ছিল অবকাঠামো নির্মানের কথা। তখন বলা হত এরপর নিয়মিত বিদ্যুৎ পাওয়া যাবে। কিন্তু এ বছরের অবস্থা গত বছরের চেয়েও খারাপ।

অবস্থা এখন এমন পর্যায়ে যে দিনে-রাতে যে ক’বার বিদ্যুৎ আসে তার হিসাব রাখা কঠিন। গত কয়েক দিন সন্ধ্যার পর থেকে অসংখ্যবার বিদ্যুৎ চলে যেতে দেখা গেছে।

গত ঈদের চাঁদ রাত ১১ টা বাজে হালকা ঝড় বৃষ্টির কারণে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু তা ঈদের দিন এবং তারপর দিন পর্যন্ত প্রায় ৩৫ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরও তা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।

অসহনীয় বিদ্যুৎ বিপর্যোয়ের কারণে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে, অসুস্থ রোগী এবং শিক্ষার্থীরা । প্রচন্ড গরমে রাতে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় জনগনের ঘুমের ব্যাঘাত ঘটছে। যার ফলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে।

আকাশে সামান্য মেঘ দেখা দিলেই বিদ্যুৎ চলে যায়। তারপর ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিহীন কাটাতে হয়। একই অবস্থা পার্শবর্তী পুরো ফরিপুরের বিভিন্ন থানা অঞ্চল জুড়ে ।

এ ব্যাপারে স্থানীয় পল্লী বিদ্যুত কর্মকর্তাদের সাথে ফোনে বিষটি জানালেও তাদের কোনো পদক্ষেপ গ্রহন করতে দেখা যাইনি।

এব্যাপারে স্থানীয়রা ক্ষোভের সাথে জানায়, এই মৌসুমে সামান্য ঝড় বৃষ্টি হতেই থাকবে। কিন্তু এজন্য ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকা নিয়মে পরিনত হয়েছে। সারাদেশের কোথাও এমন বেহাল অবস্থা আছে বলে মনে হয়না।

এ ব্যাপারে বিভিন্ন সময়ে অভিযোগ করা হলেও  কর্তৃপক্ষ নির্বিকার। বরং দিন আর দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে পল্লী বিদ্যুতের অবস্থা।

Buy Your Own Hosting

Leave a Reply